প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কক্সবাজারের নয়টি থানায় একযোগে ওসি রদবদল করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী লটারির মাধ্যমে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন সম্পন্ন হয়।
জানা গেছে, নতুনভাবে পদায়ন পাওয়া ৯ জন ওসির মধ্যে ৫ জনই কুমিল্লা জেলার বাসিন্দা। বাকী ৪ জন এসেছেন নোয়াখালী, গাজীপুর, নীলফামারী ও চট্টগ্রাম থেকে। শিগগিরই তারা নিজ নিজ থানায় যোগদান করবেন। যে থানায় যিনি দায়িত্ব পেলেন উখিয়া থানা নূর আহমদ (নিজ জেলা: নোয়াখালী) কুতুবদিয়া থানা মাহবুবুল হক (নিজ জেলা: গাজীপুর) রামু থানা মনিরুল ইসলাম ভূইয়া (নিজ জেলা: কুমিল্লা) ঈদগাঁও থানা এটিএম শিফাতুল মজুমদার (নিজ জেলা: নীলফামারী) চকরিয়া থানা মোহাম্মদ মনির হোসেন (নিজ জেলা: কুমিল্লা) টেকনাফ থানা সাইফুল ইসলাম (নিজ জেলা: কুমিল্লা) মহেশখালী থানা মজিবুর রহমান (নিজ জেলা: কুমিল্লা) পেকুয়া থানা খাইরুল আলম (নিজ জেলা: কুমিল্লা) কক্সবাজার সদর থানা ছমি উদ্দিন (নিজ জেলা: চট্টগ্রাম) পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছ থেকে ‘সৎ, স্বচ্ছ ও নিরপেক্ষ’ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়। পরবর্তীতে সেই তালিকার কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে থানাগুলোতে ওসি হিসেবে পদায়ন দেওয়া হয়। এ পদায়নকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ রদবদলের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।