প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৯ এএম আপডেট: ০৯.১২.২০২৫ ১২:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভেলানগর গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার অবস্থান স্পষ্ট হয়নি। পরিবার, এলাকাবাসী ও বিদ্যালয়-সব জায়গায় অস্থিরতা ও উৎকণ্ঠা বাড়ছে।
গত মঙ্গলবার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিল রিয়া। এরপর আর তাকে পাওয়া যায়নি। পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়-রিয়া নিখোঁজ হওয়ার সময় আশপাশে থাকা কয়েকজন মানুষ কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন বলে অনেকে ধারণা করছেন, তবে বিষয়টি কোথায় গিয়ে থামে-তা এখনো নিশ্চিত নয়। পরিবারের সদস্যরা বলছেন, তারা দিনরাত খোঁজ করছেন।
রিয়ার বাবা রিপন সরকার জানান, মেয়ের অনুপস্থিতিতে পরিবার ভেঙে পড়েছে। তিনি কেবল জানতে চান-মেয়ের অবস্থান কী, এবং তাকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা আছে কি না। তিনি আশা করছেন, অনুসন্ধান আরও বিস্তৃত হবে এবং দ্রুত কোনো অগ্রগতি পাওয়া যাবে। স্থানীয় ইউপি সদস্য অরুণ মিয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায়, “বাড়ি-ঘর থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ চলছে। এখন শুধু অপেক্ষা, কোনো সূত্র পাওয়া।” তিনি সবাইকে ধৈর্য ধরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং বিভিন্ন দিক অনুসন্ধান করা হচ্ছে। বর্তমানে যে তথ্য পাওয়া গেছে তা প্রাথমিক, এবং নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় প্রয়োজন।
রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার বলেন, রিয়া পরীক্ষার দিনে স্কুলে আসেনি। পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেছেন, রিয়াকে দ্রুত পাওয়া যাবে এবং শিক্ষাজীবনে ফেরানো সম্ভব হবে। এক সপ্তাহ পার হওয়ায় পরিবারের উৎকণ্ঠা যেমন বাড়ছে, তেমনি এলাকাবাসীরও আশা-সমন্বিত অনুসন্ধানের মাধ্যমে খুব শিগগিরই কোনো ইতিবাচক খবর আসবে।
জদি/উ