প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ০৭/১২/২৫খ্রি. তারিখ রাত ২৩:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া নবীনগর মোড় এলাকা হইতে আসামী ১। জামাল (৩৮), পিতা-সমেদ আলী, মাতা-নুরজাহান, সাং-লঘুনাথপুর ০১ নং ওয়ার্ড, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-কুরগাঁও সোসাইটি (হাবিব এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। ঝুমা আক্তার (২৮), স্বামী-সবুজ, মাতা-নুরজাহান বেগম, সাং-বুতরদিয়া, কেদারপুর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল এ/পি সাং-ইসলামপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকাদ্বয়কে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয়ের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায় আসামী ১। জামাল (৩৮) এর বিরুদ্ধে ১। (1AP87) ঢাকা এর সাভার থানার, এফআইআর নং-৫/৪৩৬, তারিখ- ২ সেপ্টেম্বর, ২০২০; জি আর নং-, তারিখ- ০৬ মার্চ, ২০২৩। সময়- ১৫.৪৫ ঘটিকা। ধারা- ৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,
এজাহারে অভিযুক্ত - উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
জদি/উ