জুলাই শহীদের পরিচয় শনাক্তে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলন চলছে
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ পিএম আপডেট: ০৮.১২.২০২৫ ৭:৫৫ পিএম

রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় দিনের মতো চলছে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ফরেনসিক দলসহ এ কার্যক্রমে অংশ নিয়েছেন সিআইডির ফরেনসিক দল। 

কর্মকর্তারা জানান, রোববার শুরুর দিনে দুইজনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দেহাবশেষ ও সাতটি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রম সময় সাপেক্ষ বলে জানান কর্মকর্তারা। 

এ সময়, মরদেহ উত্তোলন প্রক্রিয়া শেষের পর স্বজনদের থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে মরদেহের নমুনা মিলিয়ে তারপর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানায় সিআইডি।

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft