একের পর এক ছবি হাতছাড়া ইধিকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ এএম

ঢালিউডের সিনেমায় ছন্দ হারাচ্ছেন শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসা কলকাতার ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পরপরই ঢালিউডের একাধিক প্রযোজনা সংস্থা ও পরিচালকের নজরে আসেন ইধিকা। শুরু হয় নতুন নতুন ছবির কথাবার্তা। সেই ধারায় নাম লেখান শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ সিনেমায়। যদিও ছবির মুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

এরপর শোনা যায়, সিয়াম আহমেদের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায়ও অভিনয় করবেন তিনি। কিন্তু সেই ছবির শুটিংয়ের এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এরপর ইধিকার নাম উঠে আসে আলোচিত ছবি ‘রাক্ষস’-এ।

আরও পড়ুন : সোনালি সাজে অপুর নতুন বার্তা

গত সপ্তাহে ছবিটির প্রযোজক শাহরিন আক্তার জানান, ‘ইধিকার সঙ্গে আমাদের কথা চলছে।’ কিন্তু শনিবার সন্ধ্যায় পরিচালক মেহেদী হাসান জানিয়ে দেন, ‘এই ছবিতে ইধিকা নেই। নায়িকা হিসেবে আমরা সুস্মিতা চ্যাটার্জিকেই চূড়ান্ত করেছি।’ একই সময়ে আসে আরেকটি খবর- ‘প্রিন্স’ সিনেমা থেকেও বাদ পড়েছেন ইধিকা।

ছবি হাতছাড়া হওয়ার পেছনে কারণ হিসেবেও শোনা যাচ্ছে ইধিকার পারিশ্রমিকসংক্রান্ত বিষয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, ‘একাধিক ছবি হিট হওয়ার পর ইধিকা তার সম্মানী বাড়ান। ফলে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা এগোলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।’ আবার অন্য একটি সূত্র জানায়, বিকল্প নায়িকাদের সঙ্গে আলোচনা প্রায় শেষ হওয়ার পর ইধিকা কাজের আগ্রহ দেখান। তখন সিদ্ধান্ত পরিবর্তনেরসুযোগ ছিল না।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢালিউড   ইধিকা পাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft