নিজ অভিনয় জীবনের অভিজ্ঞতা জানালেন কৃতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এবার কথা বললেন বলিউড তারকা কৃতি শ্যানন। উৎসবে এক ইন্টার‌্যাকটিভ সেশনে তিনি অংশ নেন এবং নিজের অভিনয়জীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। দর্শকসারির একজন জানতে চান শাহরুখের সঙ্গে কাজের বিষয়ে। তখান কৃতি ফিরে যান রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ সিনেমার শুটিংয়ের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিতে। তিনি শাহরুখ খানকে ‘অত্যন্ত ভদ্র ও সদয়’ বলে উল্লেখ করে বলেন, ‘চিভ্যাল্রি এখনও মরেনি।’

কৃতি আরও বলেন, ‘তিনি যখন কারও সঙ্গে কথা বলেন, পুরো মনোযোগ দিয়ে কথা বলেন। তিনি বুদ্ধিদীপ্ত, রসিক, আর সেটের প্রতিটি মানুষকে সম্মান করেন।’ তার এই স্মৃতিচারণায় দর্শকরা দারুণ সাড়া দেন। পুরো সেশনে করতালি ও উচ্ছ্বাসে ছিল প্রাণময় পরিবেশ। কৃতি জানান, তার ইন্ডাস্ট্রিতে প্রবেশ মোটেও পরিকল্পিত ছিল না। প্রকৌশল শিক্ষার্থী হিসেবে পড়াশোনায় মনোযোগী থাকলেও নিজের আসল আগ্রহ ঠিক কোথায়, তা খুঁজছিলেন। হবি হিসেবে মডেলিং শুরু করেন, কিছুদিনের মধ্যেই করেন টিভি বিজ্ঞাপন, আর সেখান থেকেই সিনেমার প্রস্তাব আসে।

আরও পড়ুন : একের পর এক ছবি হাতছাড়া ইধিকার

তিনি বলেন, ‘কখনও কখনও জীবন নিজেই পথ করে দেয়। আপনার শুধু সচেতন থাকতে হবে এবং যেটা আপনার জন্য ঠিক, সেই সুযোগটাকে চিনতে হবে।’ ‘সিনেমার প্রতি ভালোবাসা’- এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর বসেছে এবার। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের মোট ১১১ সিনেমা এবারের আয়োজনেঅংশ নিয়েছে।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বলিউড   কৃতি শ্যানন     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft