মেহেরপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:১৩ পিএম

মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন, খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদফতরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।

খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মেহেরপুর জেলায় ৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে জিগজ্যাগ ইটভাটা রয়েছে ৪০টি এবং বাকি ৪৫টি ফিক্সড চিমনির ইটভাটা। সরকারি নির্দেশনা রয়েছে, ড্রাম চিমনি বা ফিক্সড চিমনির ইটভাটাগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং পর্যায়ক্রমে অন্য সবগুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো। এরই মধ্যে ১টি ইটভাটার সব কার্যক্রম বন্ধ এবং ইট ধ্বংস করা হয়েছে। আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft