প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:১১ পিএম

ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার জেরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে সমুদ্র নজরদারি ব্যবস্থা (রাডার) স্থাপন করেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ট্রিনিদাদ এক্সপ্রেস নিউজপেপার এ তথ্য জানায়।
রাডার স্থাপন নিয়ে এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। দাবি, রাডার স্থাপন করে ভেনেজুয়েলাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই।
তবে সাবেক লেফটেন্যান্ট কমান্ডার নর্মান ডিন্ডিয়াল জানিয়েছেন, এই রাডার মাদকদ্রব্য মোকাবিলার কাজে ব্যবহারযোগ্য নয়। মূলত, ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান সনাক্ত করতে সক্ষম এটি।
'এএন/টিপিএস-৮০ জি/এটর' নামের এই রাডার অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু যেমন ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান সনাক্ত করতে সক্ষম।
টোবাগো দ্বীপের বিমানবন্দরের রানওয়ে এবং রাস্তা তৈরির কাজ করছে মার্কিন নৌ-সেনারা। দেশটির সমুদ্রসীমাসহ আশপাশের দেশগুলোয় নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় দেশটি।
সম্প্রতি, অঞ্চলটিতে মাদক চোরাচালান ঠেকানোর উদ্দেশ্যে ব্যাপক হারে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে, ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশের সাথে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনের।
জ/দি