এশিয়ায় সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র!
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:১১ পিএম

এশিয়া মহাদেশে সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে ৩০ পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে ভারত। অস্ট্রেলিয়া ভিত্তিক থিংক ট্যাংক লোওয়াই ইনস্টিটিউটের 'এশিয়া পাওয়ার ইনডেক্স-২০২৫'-এ উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশের অবস্থান গতবারের মতোই ২০ নম্বর। তবে আগের বছরের চেয়ে শূন্য দশমিক চার পয়েন্ট কমেছে ঢাকার।

মূলত, ২০১৮ সাল থেকেই প্রতিবছর এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক থিংক ট্যাংক এবং গবেষণা সংস্থা লোওয়াই ইনস্টিটিউট। বরাবরের মতো এবারও তারা প্রকাশ করেছে 'এশিয়া পাওয়ার ইনডেক্স'।

২৭টি দেশ এবং অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাবসহ আট বিষয়ে ১৩১টি সূচক মূল্যায়ন করা হয়। নিজ গবেষণা এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে আমলে নিয়ে, পয়েন্ট দেয়া হয়। 

আরও পড়ুন : বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন

লোওয়াই ইনস্টিটিউটের তথ্যমতে, বরাবরের মতোই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটির পয়েন্ট ৮০ দশমিক ৪। যদিও, এবার তাদের পয়েন্ট নিজেদের অতীত রেকর্ডের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। পরের অবস্থানে থাকা চীনের সাথেও তাদের  ব্যবধান ২০২০ সালের পর সবচেয়ে কম। ৭০ পয়েন্টের বেশি থাকায় এই দুই দেশকে চিহ্নিত করা হয়েছে সুপার পাওয়ার হিসেবে।

গত বছরের মতো এবারও তিন নম্বরে ভারত। তবে, পয়েন্ট বেড়ে ৪০ হওয়ায় রিপোর্টে তাদের মেজর পাওয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে। জাপান, রাশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানসহ ১৫টি দেশ ১০ পয়েন্টের বেশি নিয়ে রয়েছে মিডল পাওয়ারের তালিকায়। 

আরও পড়ুন : মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

বাংলাদেশ রয়েছে গতবারের মতই ২০ নম্বরে। তবে ২০২৪ সালে পয়েন্ট ছিলো ৯ দশমিক চার, এবার যা কমে দাড়িয়েছে ৯-এ। তালিকায় পরের তিন অবস্থানে শ্রীলঙ্কা, লাওস ও মিয়ানমার। ২৭ দেশ ও অঞ্চলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাপুয়া নিউগিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের তুলনায় এ বছর সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে উত্তর কোরিয়ার, ভিয়েতনাম ও চীনের। সবচেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের। পয়েন্ট কমার তালিকায় পরের দুই অবস্থানে বাংলাদেশ ও তাইওয়ান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft