উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান : রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:১৬ পিএম

তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সব সময় যোগাযোগ রাখছেন। যখন উপযুক্ত সময় হবে, তখনই তিনি দেশে আসবেন এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, সেখানে আরও অনেক রোগী রয়েছে। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় নিজ অবস্থানে থেকে সবাইকে দো'আর অনুরোধ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

আরও পড়ুন : যারা লুটপাট, চুরি, ব্যাংক ডাকাতি করেছেন, তাদের শাস্তি দেওয়া হোক : মির্জা ফখরুল

তিনি বলেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনও সিদ্ধান্ত নেননি। আশা করি দ্রুতই সেরে উঠবেন। 

এদিকে, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার তথ্যও জানান রিজভী আহমেদ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft