প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের পারিবারিক জীবন শুরু করতে উৎসাহ দিতে এক ব্যতিক্রমী আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নাগরিক যারা চলতি বছরে বিয়ে করবেন, তাদের এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে-যার বাংলাদেশি মূল্য প্রায় ১৬ লাখ টাকা। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে সন্তানের জন্ম হলে এই সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল হাবতুর বলেন, “বিয়ে ও পরিবার গড়া শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। পরিবার গড়ার মাধ্যমেই একটি জাতি শক্তিশালী হয় এবং সমাজ টিকে থাকে। সরকার তরুণদের সহায়তায় কোনো ঘাটতি রাখছে না। তবে বাস্তব উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এই উদ্যোগের অংশ হিসেবে আল হাবতুর গ্রুপে কর্মরত প্রতিটি আমিরাতি নারী ও পুরুষ কর্মী যারা এ বছর বিয়ের সিদ্ধান্ত নেবেন, তারা ৫০ হাজার দিরহাম অনুদান পাবেন। সন্তান জন্মালে নির্ধারিত সময়ের মধ্যে এই সহায়তা দ্বিগুণ হবে। খালাফ আল হাবতুর দীর্ঘদিন ধরেই আমিরাতি নাগরিকদের সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে সরব। ২০২৫ সালের অক্টোবরে তিনি তরুণদের ৩০ বছরের আগেই বিয়ে করার আহ্বান জানান এবং এ বিষয়ে আইন প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “পরিবারই স্থিতিশীলতার ভিত্তি, আর সন্তান জাতির ভবিষ্যতে বিনিয়োগ। শক্ত পরিবার গড়ে উঠলে সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হয়।” সূত্র: খালিজ টাইমস
জ/উ