শহিদ আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা: ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম

শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণআন্দোলনের মহানায়ক শহিদ আসাদুজ্জামানের (শহিদ আসাদ) আত্মত্যাগকে গণতন্ত্র রক্ষার সংগ্রামের চিরন্তন অনুপ্রেরণা।

বিএনপি মহাসচিব বলেন, শহিদ আসাদ ছিলেন তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার রক্তস্নাত আত্মত্যাগ সে সময় আন্দোলনের দাবানল ছড়িয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়েছিল। বর্তমান সময়েও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আসাদের জীবন ও আদর্শ আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন : বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, যে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে শহিদ আসাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তা এখনো পূর্ণতা পায়নি। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আসাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা বর্তমান প্রজন্মের অবশ্য কর্তব্য। এ সময় তিনি দেশের সকল স্তরের মানুষকে গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে শহিদ আসাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিবস উপলক্ষ্যে পৃথক বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ আসাদের অবদানের কথা স্মরণ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   বিএনপি   মির্জা ফখরুল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft