শিগগিরই মুক্তি পাচ্ছেন আরব আমিরাতে আটক বাংলাদেশিরা: আইন উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আটক হওয়া বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে ১৮৮ জন ইতোমধ্যেই দেশে ফিরেছেন। দেশটির কারাগারে থাকা অবশিষ্ট ২৪ জনও শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের পর পরই প্রথম ধাপে আটক ১৮৮ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকালীন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম দফায় আরব আমিরাতে আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। পরে গত বছরের ২৮ আগস্ট আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে আটক বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীরা গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরতে শুরু করেন।

এদিকে দেশে ফেরা এসব কর্মীদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১৮৬ জন কর্মীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রবাস   আরব আমিরাত   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft