মারা গেছেন সংগীতশিল্পী জেনস সুমন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন গুণী সংগীতশিল্পী জেনস সুমন। শিল্পী শাহাদাত হোসেন নাদিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নাদিম বলেন, ‘সুমন ভাই পুরোপুরি সুস্থ ছিলেন। এরপর আজ সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উত্তরায় দাফনের কথা রয়েছে।’

আরও পড়ুন - ট্র্যাভিস প্রসঙ্গে যা জানালেন টেইলর সুইফট

জেনস সুমন দেশের শ্রোতাপ্রিয় গায়ক হিসেবে পরিচিত। বিশেষ করে তার গান ‘একটা চাদর হবে’ তাকে দেশের ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তিনি। এরপর একের পর এক হিট অ্যালবাম উপহার দেন— ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান তার গুণী সংগীত জীবনের অংশ।

তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও তার সুরেলা কণ্ঠ এখনো শ্রোতাদের মনে অটুট জায়গা ধরে রেখেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   সংগীতশিল্পী   জেনস সুমন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft