ট্র্যাভিস প্রসঙ্গে যা জানালেন টেইলর সুইফট
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:০০ পিএম

মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট যখন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন, তখন যেন পুরো বিশ্ব অবাক হয়ে শোনে। আর সেই বিরল মুহূর্তই ধরা পড়ল গত মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশিত তার আসন্ন ডকুসিরিজ ‘টেইলর সুইফট : দ্য ইরাস ট্যুর - দ্য অ্যান্ড অফ অ্যান ইরা’-র এক ক্লিপে। সেখানে নিজের বাগদত্তা, কানসাস সিটি চিফসের তারকা ট্র্যাভিস কেলসের সম্পর্কে বলতে গিয়ে সুইফট স্বীকার করেন, কেলসে তার জীবনের সবচেয়ে বড় চমক এবং সবচেয়ে অর্থবহ সম্পর্ক।

টেলরের ভাষায়, এই প্রেমের যাত্রা শুরু হয়েছিল এমন এক মানুষকে দিয়ে—যিনি মজা করে অভিযোগ করেছিলেন যে তিনি তার সঙ্গে দেখা করতে চাননি। ইঙ্গিতটি ছিল ২০২৩ সালের ভাইরাল ‘নিউ হাইটস’ পডকাস্ট এপিসোডের দিকে, যেখানে কেলসে জানান, তিনি টেলরের ইরাস ট্যুরের শো শেষে ব্যাকস্টেজে ঢোকার সুযোগ না পেয়ে হতাশ হন। সেই সময় তিনি বন্ধুত্বের ব্রেসলেট দিয়ে গায়িকার কাছে নিজের নম্বর পৌঁছে দিতে চেয়েছিলেন।

এর দুই মাস পর, তাদের প্রেম প্রকাশ্যে সামনে আসে। আর টেইলর সুইফট এই ডকুসিরিজের ট্রেলারে প্রথমবার তাদের মিলের গল্প শোনান।

সেখানে তিনি বলেন, ‘আমরা দুজনই মানুষকে বিনোদন দিই। শুধু পার্থক্য হলো, তার পারফরম্যান্সে আমার চেয়ে অনেক বেশি সহিংসতা থাকে।‘

ডকুসিরিজের ট্রেলারের দৃশ্যগুলোতে দেখা যায়, ব্যাকস্টেজে আলিঙ্গন, হাসি-মিশ্রিত কথোপকথন, অনস্টেজ কোরিওগ্রাফির প্রস্তুতি। সবকিছুতেই ধরা পড়ে তাদের নিখাদ বন্ধন।

সেখানে এক ফোনকলে কেলসে বলেন, ‘তোমার সতীর্থরা আছে, আমারও সতীর্থরা আছে।‘

এরপর গাড়িতে বসে টেইলর জবাব দেন, ‘তোমার যেমন কোচ অ্যান্ডি রেইড আছে, তেমনি আমার আমার মা অ্যান্ড্রিয়া সুইফট আছে।’

তাদের এই তুলনা পরে পরিণত হয় হাসির মুহূর্তে। ডকুসিরিজের টিজারটি শেষ হয় দুজনের সেই দুষ্টু মশকরা দিয়ে। এরপর ভক্তদের আরও উচ্ছ্বসিত করে গত সপ্তাহে শেয়ার করা আরেকটি ভিডিও ক্লিপ—যেখানে টেলরের মা অ্যান্ড্রিয়া সুইফট ভবিষ্যৎ জামাতা সম্পর্কে বলেন, ‘তিনি তাদের জীবনে অনেক সুখ এনে দিয়েছেন।’

চলতি বছরের ১২ ডিসেম্বর ডিজনি প্লাসে মুক্তি পাবে টেইলর সুইফটের এই ছয় পর্বের এই ডকুসিরিজ। সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা ডন আরগট।

এদিকে, টেইলর তার ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বাড়িটিকেই বিয়ের ভেন্যুতে রূপান্তর করছেন। বিয়ে উপলক্ষে বাড়িতে নতুন করে বাগানও তৈরি করছেন টেইলর সুইফট। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালে গ্রীষ্মে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   টেইলর সুইফট   ট্র্যাভিস কেলসে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft