মুক্তি পেল ‘জুটোপিয়া ২’ এবং ‘এটারনিটি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম

অবশেষে একই দিনে মুক্তি পেতে চলেছে হলিউডের দুই সিনেমা। আজ বুধবার প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’ এবং ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ‘এটারনিটি’। একদিকে ছোট-বড় সবার হাসি-আনন্দ ও উত্তেজনায় মাতাবে প্রাণবন্ত প্রাণীদের শহরে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চার ‘জুটোপিয়া ২’, অন্যদিকে প্রেম, সিদ্ধান্ত ও পরকালকে ঘিরে আবেগের ঢেউ ছড়িয়ে দেবে ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ‘এটারনিটি’। 

আরও পড়ুন- সামাজিক মাধ্যমে নারীর প্রতি অশ্লীল মন্তব্যও অপরাধ : হুমা কুরেশি

জুটোপিয়া ২
সিনেমার প্রথম পর্বে শিকারি ও শিকার প্রাণীর সম্পর্ককে মানুষের বিচার ও ধারণার প্রতীক হিসেবে দেখানো হয়েছিল। তবে এবার গল্পের কেন্দ্রে এসেছে রহস্যময় একটি সাপ, যা জুটোপিয়ার শান্ত শহরকে অচেনা দিক থেকে পরীক্ষা করবে। ডিটেকটিভ জুডি হপস (জিনিফার গুডউইন) ও নিক ওয়াইল্ড (জেসন ব্যাটম্যান) শহরের নতুন অংশে আন্ডারকাভার অভিযান চালিয়ে এ রহস্য সমাধানের চেষ্টা করবেন। এবার তারা একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সম্প্রতি ছবিটির ট্রেলারের মুক্তি পায়, সেখানে শাকিরার নতুন গান ‘জু’ প্রকাশ পেয়েছে এবং আগের মতো তিনি আবারও সিনেমায় গ্যাজেলের ভয়েস দিয়েছেন। এ গানে শাকিরার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। সিনেমাটি পরিচালনা করছেন অস্কারজয়ী জারেড বুশ ও বায়রন হাওয়ার্ড। প্রযোজনা করছেন ইভেট মেরিনো।

অ্যানিমেশনপ্রেমীদের জন্য এটি শুধু একটি রহস্য অভিযান নয়, বরং সমকালীন সামাজিক বিষয় যেমন বৈষম্য ও গ্রহণযোগ্যতার প্রতিফলনও দেখাবে।

আরও পড়ুন- শাকিবের বিপরীতে কলকাতার নতুন নায়িকা জ্যোতির্ময়ী

এটারনিটি
‘এ ২৪’ প্রযোজিত ‘এটারনিটি’ এক অনন্য পরকালীন প্রেমের ত্রিভুজের গল্প তুলে ধরে। ছবিতে দেখা যাবে, এক নারী তার স্বামী ও তার প্রথম প্রেমিকের মধ্যে দোটানায় পড়েছে। সিনেমায় গল্পটির মূল প্রশ্ন আসে, চিরকাল বলতে কতটা দীর্ঘ সময়? আর কোন ভালোবাসা সত্যিই চিরকালের জন্য বেছে নেওয়ার মতো? চলচ্চিত্রটিতে এলিজাবেথ অলসেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সঙ্গে রয়েছেন মাইলস টেলার ও ক্যালাম টার্নার। তাদের অভিনয়ে ছবিতে হাস্যরস ও আবেগের ভারসাম্য সুন্দরভাবে ফুটে উঠেছে। ছবির বর্ণনায় কমেডির সঙ্গে হৃদয়স্পর্শী মুহূর্তের মিশেল রয়েছে, যা দর্শকদের একদিকে ভাবনার জগতে নিয়ে যায়, অন্যদিকে বিনোদনের অভিজ্ঞতাও দেয়। প্রেম, আফসোসও বেছে নেওয়ার মতো সর্বজনীন অনুভূতিগুলোকে তুলে ধরায় সিনেমাটি বিস্তৃত দর্শক গোষ্ঠীর কাছে সহজেই প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে আশা করা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   ‘জুটোপিয়া ২’   ‘এটারনিটি’  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft