প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৫৩ পিএম

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ইনস্টাগ্রাম নোটসের মতো স্বল্পমেয়াদি স্ট্যাটাস আপডেট ফিচার চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা এখন ছোট টেক্সট বা বার্তার মতো আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা অন্যদের কাছে দৃশ্যমান হবে। নতুন এই ফিচারটির নাম রাখা হয়েছে ‘অ্যাবাউট’।
হোয়াটসঅ্যাপের শুরুর দিকের ফিচারগুলোর একটি ছিল ‘অ্যাবাউট’। নিরাপত্তা ও প্রাইভেসি কাঠামো আরও শক্তিশালী করার পর এবার সেটিকেই আধুনিক রূপে ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি। ছোট এই আপডেটগুলো একান্ত চ্যাট উইন্ডোতে দেখা যাবে এবং প্রোফাইলেও প্রদর্শিত হবে। এমনকি চ্যাট থেকেই অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে সরাসরি রিপ্লাই দেয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে।
ইনস্টাগ্রাম নোটসের মতো হোয়াটসঅ্যাপের অ্যাবাউট স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। পাশাপাশি নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য টাইমারও থাকবে, ফলে ব্যবহারকারী চাইলে নিজের মতো সময়সীমা বেছে নিতে পারবেন। গোপনীয়তা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও থাকবে আলাদা সেটিংস। তবে শুরুতে ফিচারটি ইনস্টাগ্রাম নোটসের মতো সমৃদ্ধ হবে না। যেখানে ইনস্টাগ্রাম নোটসে ছোট ভিডিও বা গান যুক্ত করার সুযোগ রয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে আপাতত কেবল টেক্সট আপডেটই দেওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের আগ্রহ বাড়লে মাল্টিমিডিয়া যুক্ত করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে মেটা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করবে। এর আগে গত মাসে প্রোফাইল ছবির ওপরে কভার ফটো যোগ করার ফিচার আনার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা গ্যালারি থেকে ইচ্ছেমতো ছবি বেছে নিয়ে কভার হিসেবে সেট করতে পারবেন। যদিও ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে।
জ/উ