ঢাকা-আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম আপডেট: ২৫.১১.২০২৫ ৮:২৯ পিএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে সড়কের পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তির মুখে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

খবর পেয়েপ্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা উপাচার্য না যাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন : তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেক শ্রমিক

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত ছয় মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। 

এদিন যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft