ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া সদরের ভালুজান এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে ঝলসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন : নেত্রকোনায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধরাছোয়ার বাইরে অভিযুক্ত

ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন জানান, গতকাল আলম এশিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে এসে ফুলবাড়িয়ায় পৌঁছায় রাত দুইটার দিকে। যাত্রী নামানোর পর ফুলবাড়িয়া থানাধীন ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশে মূল সড়কে তেল নেওয়ার উদ্দেশ্যে পার্কিং করে রাখা হয়। এ সময়, দুর্বৃত্তরা এসে হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। 

তিনি আরও জানান, সেই সময় বাসে অবস্থান করছিলেন যাত্রী মো. শাহিদ ইসলাম বাদশা (২০), পিতা- বাবুল হোসেন এবং তার মা শারমিন সুলতানা রুমকি। ভোর হওয়ার জন্য মা-ছেলে বাসে অবস্থান করছিলেন। আগুনে তারা দগ্ধ হন এবং তাদেরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই এলাকা। 

আরও পড়ুন : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোটসহ আটক ১

পরে, ফায়ার সার্ভিস ও ফুলবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এক অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাকে প্রাথমিকভাবে বাসের চালক জুলহাস বলে ধারণা করা হচ্ছে। 

তবে বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ময়মনসিংহ   ফুলবাড়িয়া   উপজেলা   দুর্বৃত্ত   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft