তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ এএম

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। জেলার তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শীতল হাওয়ায় জমতে শুরু করেছে শীতের অনুভূতি, কাঁপতে শুরু করছে উত্তরাঞ্চলের মানুষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : গাইবান্ধায় কচুরিপানা ভর্তি নালা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা অনুভব হচ্ছে। দিনভর রোদ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেমে আসছে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার ও চাদর হাতে নিতে শুরু করেছেন অনেকে।

অপরদিকে, শীতের প্রভাব বাড়তে থাকায় পঞ্চগড়সহ আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে দেখা যাচ্ছে- পুরোনো লেপ, কম্বল ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

আরও পড়ুন : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৭.১ ডিগ্রি

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার বাসিন্দা নুর ইসলাম বলেন, দিনের বেলা রোদ্র করলেও রাতে শীত অনুভূত হয়। ধীরে ধীরে শীতের মাত্রা আরও বাড়বে।

একই কথা বলেন জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা মোকসেদ আলী। তিনি বলেন, প্রতিবছর কনকনে শীত আসে, কিন্তু আমরা শীতবস্ত্র পাই না। যেহেতু শীতের আগমন শুরু হয়েছে, তাই আগেভাগে যেন শীতবস্ত্র দেয়া হয় গরিব মানুষদের।

আরও পড়ুন : পীরগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি দেশের শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৬ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ মঙ্গলবার সকালে রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তেঁতুলিয়া   হিমালয়   পঞ্চগড়   শীতের তীব্রতা   উত্তরাঞ্চল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft