প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৬:৫৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কচুরিপানা ভর্তি একটি নালার পানি থেকে মিলন আকন্দ (২৮) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামের পাশে একটি নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এক যুবক নালার পানিতে জ্যাকেট গায়ে ও লুঙ্গি পরা অবস্থায় ভাসমান মরদেহটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা পরিবারকে জানালে স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী আরও জানান, মিলন প্রায়ই এলাকার মানুষের সুপারি গাছে উঠে সুপারি পেড়ে দিতেন। মরদেহের পাশেই পাওয়া যায় বেশ কিছু সুপারি এবং গাছে ওঠার কাজে ব্যবহৃত কাপড় দিয়ে তৈরি 'ছান'। তাদের ধারণা, রাতে সুপারি তুলতে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।
তবে নিহতের পরিবারের দাবি, মিলন চুরির সঙ্গে জড়িত ছিলেন না। রোববার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে বাড়ির কাছের নালায় তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। এ সময়, তারা পাশের সুপারি বাগান ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, নালার পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহের পাশে সুপারি গাছে ওঠার ছান পাওয়া গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
জ/দি