গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মটরসাইকেল যাত্রী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন মটর সাইকেল আরোহী সদর উপজেলার ডালনিয়া গ্রামের সতীশ ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৫০) ও চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।

গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে ওই দুর্ঘটনা সংঘটিত হয়।

আরও পড়ুন- গাইবান্ধায় কচুরিপানা ভর্তি নালা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা  আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে রাত পৌনে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় তারা মটরসাইকেলে করে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন- তিনদিন পর সুন্দরবনে বোট উল্টে নিখোঁজ নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার

তিনি আরো জানান, মটর সাইকেল চালক ঘটনাস্থলে দাড়িয়ে থাকা গ্যাস ভর্তি একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিজয় বিশ্বাস নিহত হন। আরোহী সরোজ ভট্টাচার্য্যকে গুরুতর আহতাবস্থায় অদূরে অবস্থিত একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ দুটির ময়নাতদন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গোপালগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft