বড়পর্দায় ফিরছেন আনুশকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৩৯ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন আনুশকা শর্মা। সর্বশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। তবে এবার নতুন কোনো সিনেমা দিয়ে নয়, বলিউড অভিনেত্রী বড়পর্দায় ফিরছেন ২০২২ সালে শুটিং শুরু করা ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে।

২০২৩ সালে ছবিটি নেটফ্লিক্সে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ভারতীয় নারী ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম ছবিটি শিগগিরই মুক্তি দিতে চাইছে। এরই মধ্যে নেটফ্লিক্সের কাছে ছবিটি মুক্তির অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে সংশ্লিষ্টরা।

চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে জানতে চেয়েছি যে, আমরা কি বিতর্কের ঊর্ধ্বে উঠে ছবিটি মুক্তি দিতে পারি? ঝুলনদির মতো কিংবদন্তি ব্যক্তিত্বের ওপর নির্মিত একটি বায়োপিক দর্শকদের কাছে পৌঁছানো দরকার।’

মিড ডের প্রতিবেদন থেকে জানা যায়, ‘চাকদা এক্সপ্রেস’ এত দিন ধরে আটকে আছে। কারণ নেটফ্লিক্স এটা যেভাবে তৈরি করার কথা বলেছিল, সেভাবে হয়নি। প্রযোজনা সংস্থাটি বাজেটের চেয়ে বেশি ব্যয় করেছে। প্ল্যাটফরমের প্রধানরা ছবিটি তৈরির পদ্ধতি পছন্দ করেননি, তাই সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠেছে।

তবে অনেকেই আশা করছেন, এই মাসেই আরও কিছু কাজ শেষ হওয়ার পর ছবিটি মুক্তি পাবে। এটি ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। তাঁর চরিত্রেই আনুশকা শর্মা অভিনয় করেছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft