সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম

কক্সবাজার সমুদ্র উপকূলে বঙ্গোপসাগরে বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর। রোববার (৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে টহলের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ একটি মাছ ধরার ট্রলারসহ জেলেদের উদ্ধার করেছে।

আরও পড়ুন : মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জানা যায়, কুতুবদিয়া দ্বীপের লাইট হাউজ হতে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত লক্ষ করে বিপদগ্রস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে নৌ সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করেন। উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়।

এদিকে জেলেরা জানান, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসতে ছিলেন তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft