বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:২২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করে নির্মিত বাঁধ অপসারণ করা হয় এবং জব্দকৃত বানা, বাঁশ, খুঁটি বিধিমোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করে পকেটখালি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

দেশগঠনে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে-সেনাপ্রধান

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মৎস্য সম্পদের প্রাকৃতিক প্রজনন ও চলাচল বিঘ্নিত হয়। জনকল্যাণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft