জনপ্রিয় লেখক ও আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৬:৫৬ পিএম

বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক রেজাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বজনরা জানান, রেজাউর রহমান গত ১৩ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সেদিন তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ অক্টোবর তার অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) হয়। গতকাল শনিবার তার অবস্থার অবনতি হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টায় তিনি মারা যান।

আন্তর্জাতিক ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন চিত্রশিল্পী রাজ্জাক

রেজাউর রহমান স্ত্রী হালিমা রহমান, দুই মেয়ে নীলাঞ্জনা রহমান, মঞ্জুলিকা রহমানসহ অনেক স্বজন, আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বড় ভাই। তাদের ছোট ভাই চিকিৎসক জাকিউর রহমান।

স্বজনেরা জানিয়েছেন, রেজাউর রহমানের মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখা হবে। ছোট মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

১৯৬৫ সালে রেজাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগ থেকে এমএসসি করেন। তিনি চেক একাডেমি অব সায়েন্সেস থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৩৫ বছর গবেষণা করেছেন তিনি। একসময় খণ্ডকালীন অধ্যাপক হিসেবে পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

বিজ্ঞানবিষয়ক লেখক হিসেবে রেজাউর রহমান বেশ জনপ্রিয় ছিলেন। তিন বিজ্ঞান বিষয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ লাভ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লেখক রেজাউর রহমান   ল্যাবএইড হাসপাতাল   আইসিইউ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft