কুষ্টিয়ার খোকসায় মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৬ পিএম

কুষ্টিয়ার খোকসা যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে ঐতিহ্যবাহী “খোকসা মেগা ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয় মিরপুর ফুটবল একাদশের। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে চুয়াডাঙ্গা একাদশ ৪-১ গোলে জয়লাভ করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। অন্যান্য অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে কুষ্টিয়া জেলা একাদশ, ভেড়ামারা উপজেলা একাদশ, কুমারখালী ফুটবল একাদশ, পাংশা ফুটবল একাদশ, শৈলকুপা ফুটবল একাদশ এবং স্বাগতিক খোকসা উপজেলা একাদশ।

শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু।

কুষ্টিয়া কুমারখালীর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

খোকসা অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের পদচারণায় উদ্বোধনী দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft