কুষ্টিয়া কুমারখালীর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:৫২ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাচারীপাড়া জামে মসজিদ থেকে শালঘর মধুয়া বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

শুকনো মৌসুমে ধুলাবালিতে আর বর্ষা মৌসুমে হাঁটুপানি কাদায় পরিণত হয় এ সড়কটি। এর ফলে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে, অনেক স্থানে মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে।

পতাকা বৈঠকের পর ৬০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অটোচালক রাশেদ জানান, “এই সড়ক দিয়েই গ্রামের মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া করে। কিন্তু বড় বড় গর্তের কারণে গাড়ি নিয়ে চলা এখন ভয়ংকর ঝুঁকিপূর্ণ। প্রায়ই দুর্ঘটনা ঘটছে, গাড়ি উল্টে আহত হচ্ছে মানুষ।”

কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী বৃষ্টি খাতুন  বলেন, “প্রতিদিন কলেজে যেতে গিয়ে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে রাস্তা একেবারে কাদা হয়ে যায়, হাঁটতেও কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কার করা খুব জরুরি।”

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও তা কখনো বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই। তারা জানান, শুকনো মৌসুমে ধুলাবালিতে শ্বাসকষ্টে ভোগেন অনেকে, আর বর্ষায় এ পথ যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়।

মেহেরপুরে বিএনপির সাধারণ সম্পাদকের এ্যাড কামরুল হাসানের গণসংযোগ

স্থানীয়রা জানান, বাগুলাট ইউনিয়নের অন্যান্য সড়কগুলোও একইভাবে ভাঙাচোরা হয়ে পড়েছে। বিশেষ করে তারাপুর থেকে হাসিমপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এর ফলে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এ বিষয়ে কুমারখালী উপজেলা প্রকৌশলী জানান, “রাস্তাটির সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।”

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে শালঘর মধুয়া গ্রামের এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হলে তাদের দৈনন্দিন ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুষ্টিয়া   ভোগান্তি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft