প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ভেড়ামারা আদর্শ কলেজ সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম আলম এবং সঞ্চালনা করেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। তারা সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে ব্যাপক সাড়া দেন।
বক্তারা বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
জ/উ