শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারেও চলছে স্কুল-কলেজের ক্লাস
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়া ও জাতির ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে শনিবার বন্ধের দিনেও ক্লাস নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপনারা সবাই অবগত আছেন যে, শহীদ মিনারের আন্দোলনের কারণে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়নি। এতে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে দেয়ার লক্ষে জাতির ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে শনিবার বন্ধের দিনেও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে শ্রেণি কার্যক্রম চলছে।

‘সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালুর সিদ্ধান্ত সঠিক নয়’

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) জোট থেকে শনিবার ক্লাস নেয়ার বিষয় জানানো হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানান, বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস চলবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft