পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে জায়গা পেয়েছে রোনালদো জুনিয়র
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৩৯ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়েছেন। ১৫ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন, যেখানে তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোও খেলেন।

রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের দলে রাখা হয়েছে তুরস্কে অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপ টুর্নামেন্টের জন্য। এই যুব টুর্নামেন্টে পর্তুগাল মুখোমুখি হবে তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের টার্গেট দিল টাইগাররা

এর আগে চলতি বছরের মে মাসে রোনালদো জুনিয়রকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকা হয়েছিল। ধাপে ধাপে তার এই অগ্রগতি ভবিষ্যতে বাবার সঙ্গে একই মাঠে খেলার সম্ভাবনাকে আরও জোরদার করছে।

রোনালদো জুনিয়র ইতিপূর্বে ইতালির জুভেন্টাস এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে খেলেছেন। যেখানে তার বাবা পূর্বে পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে নিগারদের বাঁচা-মরার লড়াই আজ

উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০১ সালে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ২২৩টি ম্যাচে ১৪৩ গোল করেছেন, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   পর্তুগাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft