বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ভিডিও সরাল টিকটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম

ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট। যেখানে ২০২৫ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের তথ্য নিয়ে তৈরি এই প্রতিবেদনে প্ল্যাটফর্মের নিরাপত্তা ও কনটেন্ট নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। দেশে সক্রিয়ভাবে কনটেন্ট সরানোর হার ছিল ৯৯.৭ শতাংশ, যার মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।

পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

বিশ্বব্যাপী টিকটক এই প্রান্তিকে মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে মুছে ফেলা হয়েছে। যাচাই শেষে ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়।

এছাড়া, ৯৯.১ শতাংশ ভিডিও চিহ্নিত করে সরানো হয়েছে আগে থেকেই এবং ২৪ ঘণ্টার মধ্যে ৯৪.৪ শতাংশ ভিডিও মুছে ফেলা হয়েছে। একই সময়ে টিকটক ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ইউজার হিসেবে শনাক্ত ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট বন্ধ করেছে।

অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করবে বিটিআরসি

অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৩০.৬ শতাংশ কনটেন্ট সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে, ১৪ শতাংশ নিরাপত্তা নীতিমালা ভঙ্গের কারণে এবং ৬.১ শতাংশ গোপনীয়তা বা সুরক্ষা নির্দেশনা লঙ্ঘনের কারণে সরানো হয়েছে। এছাড়া ৪৫ শতাংশ ভিডিও ভুল তথ্য ও ২৩.৮ শতাংশ ভিডিও এডিট করা বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে শনাক্ত হয়ে অপসারিত হয়েছে।

শ্রীলঙ্কায় প্রথম এআই-চালিত হোটেল উদ্বোধন

টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে, যেখানে কনটেন্ট অপসারণ, ভুয়া অ্যাকাউন্ট বন্ধ ও নিরাপত্তা সম্পর্কিত পদক্ষেপের স্বচ্ছ তথ্য প্রকাশ করা হয়। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের এই রিপোর্টসহ বিস্তারিত তথ্য টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভিডিও প্ল্যাটফর্ম   টিকটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft