প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম

বরিশালের বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে গৃহ নির্মাণ ও ব্যবসায়ীর রড, সিমেন্ট ও ইলেক্ট্রনিক পণ্যের গোডাউন লুটপাটের অভিযোগ উঠেছে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ২ নং ওয়ার্ডের এম রহমান সড়কের মোরে ও তুলাতলি নদীর দক্ষিন পাড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাকেরগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত মোঃ মজিবুর রহমান জোমাদ্দারের পুত্র জাতীয় পার্টি নেতা ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমানের সাথে প্রতিবেশী বিএনপি নেতা নাসির হাওলাদার, ডাঃ সোবাহান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযুক্ত বিএনপি নেতা নাসির হাওলাদার সেই নির্দেশ অমান্য করে গভীর রাতে জোরপূর্বক জমিতে টিন শেডের ঘর নির্মাণসহ ওই জমির অংশ দখল করে নেয়। এ সময় বিএনপি নেতা নাসির হাওলাদার, ডাঃ সোবাহান মিয়া তাদের ভাড়াটে লোক জন নিয়ে ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমানের রড, সিমেন্ট, ও ইলেক্ট্রনিক পণ্যের গোডাউনে লুটপাট চালায়।
ভুক্তভোগী মাহফুজুর রহমান জানান, আমরা আদালতের নির্দেশ পেয়েও শান্তিতে থাকতে পারছি না। বিএনপি নেতা নাসির হাওলাদার আমাদের হুমকি দিচ্ছে এবং জোর করে জমি দখল করে রাতের আঁধারে গৃহ নির্মাণ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে লুটপাট করে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায্য বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যদি আদালতের নির্দেশ অমান্য করে কেউ জমি দখল করে থাকে, তবে তা আইনগত অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপি'র নেতা নাসির হাওলাদার বলেন, আমার ক্রায় কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করেছি। এবং আমরা রাতের বেলা কারো গোডাউনে লুটপাট করিনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।