পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন অধ্যাপক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৫৬ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৮:৪৭ পিএম

পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় নোবেল পুরষ্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিন অধ্যাপক। আজ মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেলপ্রাপ্তদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

নোবেলপ্রাপ্ত তিন অধ্যাপক হলেন জন ক্লার্ক, মাইকেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস। এ তিন মার্কিন অধ্যাপক ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টিসেশন নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেলেন।  

ইসরায়েলের কারাগারে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে : থুনবার্গ

পুরস্কার হিসেবে তারা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন। এ অর্থ তিনজনের মধ্যে সমান ভাগে ভাগে করে দেওয়া হবে। এ ছাড়া তারা সনদ ও মেডেল পাবেন। 

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নোবেলপ্রাপ্তদের মধ্যে জন ক্লার্ক ২৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে কর্মরত আছেন। মাইকেল এইচ. ডেভোরেট ১৯৫৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে তিনি প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় ও সান্তা বারবারায় অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 

বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

অন্যদিকে, জন এম. মার্টিনিস ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সান্তা বারবারায় অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft