ইসরায়েলের কারাগারে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে : থুনবার্গ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:২৭ পিএম

সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার গ্রীসে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন ইসরাইল থেকে বহিষ্কৃত গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার শতাধিক কর্মী। মুক্তি পেয়ে থুনবার্গ বলেছেন, আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের বন্দি করে ইসরায়েল।

নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। থুনবার্গ বলেন, ইসরায়েল বেআইনিভাবে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের। কারাগারে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলেও জানান। তবে এই ঘটনায় গাজার আগ্রাসন থেকে যাতে বিশ্বের নজর সরে না যায়, সে বিষয়ে সতর্ক করেন গ্রেটা।

তিনি আরও বলেন, মূল ঘটনার কেন্দ্র তারা নন, বরং হাজার হাজার ফিলিস্তিনি বন্দি। এ সময়, যারা বিনা বিচারে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে তাদের কথা মনে করিয়ে দেন তিনি।

ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসনের সমালোচনা করে গ্রেটা থুনবার্গ তার পোস্টে আরও বলেন, নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সংহতিই সুমুদ ফ্লোটিলার লক্ষ্য। ইসরায়েল মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বলে। অথচ যখন শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক আইন মেনে সে কাজ করার চেষ্টা করেছি, তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

এর আগে, গত সপ্তাহে গাজার ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা আটক করে ১৭০ জন ফিলিস্তিনপন্থি কর্মীকে গ্রেফতার করেছিল ইসরায়েল। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠায় কর্তৃপক্ষ। 

জ/দি
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট
ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। সোমবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft