প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ কে কে পাড়া এলাকায় আব্দুল্লাহ ম্যানশনে বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হইতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাস কারী ১৩ জন রোহিঙ্গা শরনার্থী এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানকারী ০২ জনকে আটক পূর্বক থানায় হস্তান্তর করেছে র্যাব-১৫।
র্যাব তার চলমান গোয়েন্দা তৎপরতা ও অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৬ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কিছু সংখ্যক রোহিঙ্গা অবৈধভাবে তাদের শরনার্থী ক্যাম্পের বাহিরে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০৩ ওয়ার্ডস্থ কেকে পাড়া এলাকায় আব্দুল্লা ম্যানশনে বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হইতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাস কারী রোহিঙ্গা ১৩ জন শরনার্থী ও তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক ও কেয়ার টেকারসহ ০২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- আব্দুল্লাহ, পিতা-মৃত ওমর হামজা; মোঃ ফৈয়াজ(৬৫), পিতা-মৃত হাসান শরীফ। তারা উভয়েই টেকনাফের বসিন্দা।
আটককৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে।