প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:২৩ পিএম

একদিন তুমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”-এই প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে প্রবীণদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, গুরুদাসপুর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. এ কে এম আলমাস আলী, উপজেলা কৃষি অফিসার কে এম রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) ও বিএডিসি সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান।
সভায় বক্তারা বলেন, সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা প্রদর্শন করা মানবিক দায়িত্ব। তাঁদের জীবনের অভিজ্ঞতা সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সমাজের নানা স্তরের প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি বছরের প্রতিপাদ্যের আলোকে বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জ/উ