পদ্মা নদীর নৌ-চ্যানেলে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে নৌ চ্যানেলে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় পদ্মা নদীর তরিয়া মহলের ইজাদারের স্পিডবোটেও হামলার  ঘটনা ঘটে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়ার ৫ নম্বর ঘাটের স্লুইস গেট এলাকায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ওই এলাকার মো. হোসেন গাজীর ছেলে মো. নিজাম (২৬) এবং বাবলু হওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৫)।

গুলিবিদ্ধ দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক নাফিসা খানম জানান, একজনের বুকের বাম পাশে গুলি ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আরেকজনের বামচোখে গুলিবিদ্ধ হয়েছে। দুইজনের অবস্থায় গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকাবাসী ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির দেওয়া তথ্য মতে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসানের মালিকানাধীন ‘এটি এন্টারপ্রাইজ’ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মা নদীর সাড়াঘাট ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নেয়।

অন্যদিকে ঢাকা শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদারের মালিকানাধীন ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ এক বছরের জন্য পদ্মা নদীর গোয়ালন্দ-পাকশী (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌপোর্ট পর্যন্ত)  নৌ-চ্যানেল চলাচলকারী নৌযান থেকে খাজনা আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবলইউটিএ) থেকে ইজারা নেয়। গ্রুপ অন সার্ভিসেসের পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় করছেন।

পদ্মা নদীর তরিয়া মহলের খাজনা আদায়কারী ইজারাদার এটি এন্টারপ্রাইজের মালিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান দাবি করেন, সোহেল খন্দকারের লোকজন তাদের সীমানা অতিক্রম করে অবৈধভাবে তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। ঘটনার সময় সোহেল খন্দকারের লোকজন তার লোকজনের উপর গুলি ও বোমা বর্ষণ করে। হামলাকারীরা তরিয়া মহলের খাজনা আদায়ের নগদ ৩০-৩৫ হাজার টাকাসহ তাদের একটি স্পিডবোট ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।

নৌ-চ্যানেলের খাজনা আদায়কারী গ্রুপ অন সার্ভিসেস-এর সহকারী পরিচালক সোহেল খন্দকার জানান, গত তিনদিন ধরে এটি এন্টারপ্রাইজের লোকজন পদ্মা নদীতে তাদের সীমানায় খাজনা আদায় করে আসছিল। বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কোনো সহযোগিতা না পাওয়ায় এই রক্ষক্ষয়ী ঘটনা ঘটেছে।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গুলি বর্ষণের ঘটনায় দু'জন সাধারণ যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জ/উ
বগুড়ায় ‘করতোয়া গেটলক’ পরিবহনের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

বগুড়ায় ‘করতোয়া গেটলক’ পরিবহনের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

বগুড়া ও জেলার শেরপুরের মোটরশ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী
ঈশ্বরদীতে কোটি টাকা নিয়ে ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

ঈশ্বরদীতে কোটি টাকা নিয়ে ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

পাবনা জেলার ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাকশী
রাণীনগরে যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার

রাণীনগরে যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার

নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ার মাদকের আখড়া নামে পরিচিত নীল চন্দ্র শাখারীর নিজ বাড়িতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাবনা   ঈশ্বরদী   নৌ চ্যানেল   পদ্মা নদী   গোলাগুলি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft