টানা ৬ দিনের ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:২৬ পিএম

টানা ছয় দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টম্‌সের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকরা। 

শনিবার (৪ অক্টোবর) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হয়েছে। আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ছুটি থাকায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন দু-দেশের ব্যবসায়ীরা। 

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তারিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, পূজায় টানা ছয়দিন আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে জমেছিল পণ্যজট। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস প্রক্রিয়া শুরু হওয়াতে কমতে শুরু করেছে পণ্যজট।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, দুর্গাপূজার ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। এবার শারদীয় দুর্গাপূজার ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কিছুটা বেড়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৫০৫০ জন যাত্রী এই চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছেন। দেশে ফিরেছেন ৪৩০০ জন।

ডিরেক্টর শামীম হোসেন জানান, শনিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ/উ
ঝিনাইদহে বাস-ভ্যান সংঘর্ষে নানা-নাতি নিহত, আহত ১

ঝিনাইদহে বাস-ভ্যান সংঘর্ষে নানা-নাতি নিহত, আহত ১

ঝিনাইদহের সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নানা-নাতি নিহত হয়েছেন।
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী রত্না আটক

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী রত্না আটক

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সঙ্গীত শিল্পী শামিমা পারভীন রত্নাকে গ্রেফতার করেছে
বেনাপোল দিয়ে সাতদিনে ভারতে গেলো ১০৩ টন ইলিশ

বেনাপোল দিয়ে সাতদিনে ভারতে গেলো ১০৩ টন ইলিশ

বেনাপোল বন্দর দিয়ে সাতদিনে ১০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। দেশের বিভিন্ন বন্দর দিয়ে
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রপোল স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বেনাপোল বন্দর   আমদানি-রপ্তানি   বাণিজ্যে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft