কোটালিপাড়ার খাল থেকে মোটরসাইকেলসহ যুবকের লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম

জেলার কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশে খালের ভিতর থেকে একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ভাঙ্গারহাট নৌপুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায়।

ঝিনাইদহে বাস-ভ্যান সংঘর্ষে নানা-নাতি নিহত, আহত ১

খবর পেয়ে পুলিশ  লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করে । লাশের পাশে থাকা মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো -ল ৬৪-২১৭৪) জব্দ করে ভাঙ্গারহাট নৌপুলিশ।

নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

প্রতিবেশী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার  কদমবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও নিহতের দুলাাই বিধান বিশ্বাস বলেন, মানিক ঢাকায় উবার চালায়। দূর্গাপূজায় বাড়িতে এসে নিজের মটরসাইকেল নিয়ে গত বুধবার বিকালে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালা বাড়িতে ঘুরতে যায়। রাতেই খালাবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসার কথা ছিলো মানিকের। এদিকে বাড়িতে না আসায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি। ধারণা করছি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইসহ খালে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

পানি কমলেও বন্যা আতঙ্ক কাটেনি ফেনীতে

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এস আই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে। বিকাল ৩ টার দিকে মটর সাইকেলের পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানায় পাঠাই ও লাশের পাশে থাকা মটর সাইকেলটি জব্দ করি।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক বিশ্বাস মটরসাইকেলসহ খালে পড়ে যেতে পারে। এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গোপালগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft