সাকিবকে নিয়ে ডিবি কার্যালয়ে যা বলা হয়েছিল মেঘনা আলমকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

মিস আর্থ ২০২০ মেঘনা আলম সম্প্রতি ফেসবুকে এক বিস্ময়কর তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) তার দুই দিনের জিজ্ঞাসাবাদের সময় বলেছিল, ‘বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ড করছে একমাত্র সাকিব আল হাসান।’

মেঘনা জানান, ডিবি তাকে জিজ্ঞাসা করেছিল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন কী কাজ করে এবং কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম ও বিভিন্ন দেশের অ্যামবেসিগুলোর সঙ্গে যোগাযোগ রাখে। মেঘনা তার উত্তরে বলেছিলেন, ছোটবেলা থেকেই বিদেশ ভ্রমণ ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝেছেন, বিশ্ববাসী প্রায়ই বাংলাদেশকে দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ ও পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে।

তিনি আরও জানান, তার লক্ষ্য হলো বাংলাদেশকে একটি নতুন পরিচয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা ‘পজেটিভ রি-ব্র্যান্ডিং’ করা, সিমপ্যাথি চাইতে নয় বরং সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো। মেঘনা পরিচালনা করছেন ‘অলটার-ডিপ্লোম্যাসি’ নামে এসডিজি-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম।

কিন্তু ডিবি তার এই প্রচেষ্টাকে অর্থহীন বলেছে। মেঘনা পোস্টে লিখেছেন, ‘ওরা বলেছিল, আপনার এসব করার দরকার নেই। বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করছে। পুরো দুনিয়া ওকে চেনে, এটাই যথেষ্ট।’

মেঘনা তুলনা করেছেন বিশ্বের অন্য দেশের সঙ্গে। তিনি লিখেছেন, ‘আমেরিকাকে যদি কেউ বলে, ‘তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের তো বিয়ন্সে আছে!’ বা ফ্রান্সকে বলে, ‘তোমাদের ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পে তো আছেই!’ তাহলে কেমন লাগবে?’

এদিকে, মেঘনার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের পরিচিতি বৃদ্ধির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

জ/উ
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জন ওএসডি

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জন ওএসডি

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা
বেসরকারি খাতে বৈদেশিক ঋণের তথ্য সিআইবি-তে অন্তর্ভুক্তির নির্দেশ

বেসরকারি খাতে বৈদেশিক ঋণের তথ্য সিআইবি-তে অন্তর্ভুক্তির নির্দেশ

এখন থেকে মনোনীত ব্যাংকগুলোকে দেশের বেসরকারি খাতে বৈদেশিক ঋণের (সাপ্লায়ার্স ক্রেডিটসহ) তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ‘ক্রেডিট
সরকারি বেসরকারি সেবাসমূহে প্রতিবন্ধী নারীর অন্তর্ভুক্তি

সরকারি বেসরকারি সেবাসমূহে প্রতিবন্ধী নারীর অন্তর্ভুক্তি

প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে কিছু সুযোগ তাদের জন্য সুনির্দিষ্ট করা উচিত। প্রতিবন্ধী ব্যক্তিদের
একুশে বইমেলা স্থগিত ঘোষণা

একুশে বইমেলা স্থগিত ঘোষণা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft