প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম

গত এক দিনে ৭৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়ে ১৯৫ জনের।
আজ সোমবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজন করে মারা গেছেন।
এদিকে, গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২১৬ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৫৬, বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৬, চট্টগ্রাম বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ৫৭, খুলনা বিভাগে ৩৯, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে চারজন ভর্তি রোগীর তথ্য পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। বেশি মৃত্যু ঢাকা মহানগরে। সোমবার পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২১০ জন এবং মৃত্যু ২৯ জনের। ঢাকা মহানগরে আক্রান্ত ১২ হাজার ৪৫৮ জন ও মৃত্যু ১২০ জনের। আক্রান্ত বেশি হয়েছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এ বয়সে মোট আক্রান্ত রোগী ১৭ হাজার ৮৮০ জন, যা মোট রোগীর ৩৮.২১ শতাংশ। এই বয়সে মারা গেছেন ৬১ জন, যা মোট মৃত্যুর ৩১.২৮ শতাংশ।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৪০৭ জন। এর মধ্যে এক হাজার ৫৭৫ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৩২ জন।
মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের; জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের; আগস্টে ১০ হাজার ৪৯৬ জন ও মৃত্যু ৩৯ জনের। চলতি মাস সেপ্টেম্বরে এ পর্যন্ত আক্রান্ত ১৫ হাজার ৩১০ জন এবং মৃত্যু ৭৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ৯৯৭ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।