ছেলেকে জামিন করানোর আশ্বাসে মাকে ধর্ষণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ পিএম

রাজধানীর ডেমরায় কারাবন্দি ছেলেকে জামিনে বের করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার হওয়া যুবককে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
 
‎গ্রেপ্তার সাজ্জাদ (২৮) কুমিল্লা জেলার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে। ‎ভুক্তভোগী ওই নারীকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
 
‎পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে রাতেই ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
‎এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের কর্মচারী। সাজ্জাদ সম্পর্কে তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদিকে ওই নারীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় অভিযুক্ত সাজ্জাদ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দেন। এজন্য পাঁচ লাখ টাকাও দাবি করেন এবং প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন।

যাত্রাবাড়ি থানার এসআই মোর্শেদের সাড়ে ২৬ লাখ বাণিজ্যের অভিযোগ 

ওসি জানান, একপর্যায়ে মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকার সুবাদে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুসলিম নগরের ভাড়া বাসায় এসে সাজ্জাদ এই নারীকে ধর্ষণ করেন। ‎তবে ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যান বলে জানান ওসি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঢাকা   অপরাধ   ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft