প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় হামলা করে কাজ বন্ধ ও তিনজনকে আহত করার ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় চরহাজারী ইউনিয়নের মহিলা মেম্বার হাজেরা বেগম বাদী হয়ে ৬জনের নামোল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। এরআগে শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ওই ইউনিয়নের ডুবার চর নামক স্থানে এঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড নুরনবী সড়কের নাছের হুজুরের বাড়ী থেকে বাঁশতলা পর্যন্ত রাস্তার কাজ পেয়ে মহিলা মেম্বার হাজেরা বেগম তার স্বামী মিজানুর রহমানকে দিয়ে রাস্তার কাজ চলমান রেখেছিলেন। শনিবার রাস্তার কাজ চলমান থাকা অবস্থায় ওই এলাকার জাহিদ, রাসেল, রাজু, আজাদ, ইব্রাহীম দাউদ ও শাকিলের নেতৃত্বে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শ্রমিকদের কাজে তারা বাধা দেয়। এসময় মহিলা মেম্বার হাজেরা ও তার স্বামী মিজানুর রহমান শ্রমিকদের কাজে বাধা দেয়ার প্রতিবাদ করলে সংঘর্ষ বেধে যায়। এসময় নামোল্লেখিত চাঁদাবাজরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। হামলায় মহিলা মেম্বার হাজেরা বেগমকে হেনস্থা করে তার স্বামী মিজান, আবদুর রহিম ও মোঃ হাফেজকে পিটিয়ে আহত করে। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্ত মোঃ জাহিদ বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে তাদের ওপরও হামলা হয়েছে বলে তিনি দাবী করে থানায় অভিযোগ দিতে চাইলে বিএনপি নেতাদের বাধা পেয়ে থানায় অভিযোগ না করে ফিরে গেছেন বলে দাবী করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।