প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১২ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামে বৌ-শাশুড়ির পারিবারিক কলহের জেরে প্রাণ হারাল দুই বছরের শিশু নূর ইসলাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বৌভাত অনুষ্ঠানে জুস খাওয়ানোর পর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিশু নূর ইসলাম গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের শাকিলের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে জান্নাতুলের সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ি সফিনা বেগম ও পুত্রবধূ জান্নাতুলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। অভিযোগ রয়েছে, গর্ভাবস্থায়ও জান্নাতুলকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন শাশুড়ি। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে দেড় মাস আগে শাকিল-জান্নাতুল তাদের শিশু সন্তান নিয়ে জান্নাতুলের বাবার বাড়ি চলে যান।
এরপর শনিবার সফিনা বেগমের ভাই শাহাদাৎ শাহ’র বৌভাত অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখানে দুপুরে খাওয়ার সময় সফিনা বেগমের দেওয়া জুস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে নূর ইসলাম। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।এনিয়ে সোনাবাজু এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের মা জান্নাতুল ও স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে পাষণ্ড দাদী সফিনা বেগম শিশুটিকে পরিকল্পিতভাবে বিষ মিশিয়ে হত্যা করেছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযুক্ত সফিনা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “একই বোতলের জুস থেকে আমি আমার মেয়ের মেয়েকেও খাইয়েছি। নাতিকে হত্যার উদ্দেশ্যে কিছু করিনি।”
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, “শিশু নূর ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জ/উ