বর্জ্য কাপড় দিয়ে সুতা তৈরি শুরু করলো এনভয় টেক্সটাইল
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৬:১৬ পিএম

বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল এনভয় টেক্সটাইল লিমিটেডের ‘স্টেট অব দ্যা আর্থ ওয়েস্টেজ ফ্যাবরিক রিসাইক্লিং প্ল্যান্ট’ পুরোপুরি কার্যক্রম শরু করেছে। এই কারখানায় কোম্পানিটি বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরি করবে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

এনভয় টেক্সটাইল কর্তৃপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে নেওয়া এ উদ্যোগটি তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। এ কারখানায় তারা বর্জ্য কাপড় প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিদিন ১২ টন সুতা উৎপাদন করতে পারবে।

কোম্পানিটি মনে করছে, এই প্রকল্পটি এনভয় টেক্সটাইলকে বিশ্ব বাজারে টেকসই টেক্সটাইলের প্রতিযোগিতামূলক সুবিধা জোরদার করবে। একইসঙ্গে এটি কোম্পানির দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে কোম্পানিটি জানিয়েছিল, তারা বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরির রিসাইক্লিং এই প্ল্যান্টে ২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব অর্থায়নে বিনিয়োগের কথা জানানো হয় তখন।

ওই সময়ে কোম্পানিটি আরও জানায়, নতুন এই প্ল্যান্টের পুর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে এর মাধ্যমে তাদের টেক্সটাইল মিলের অতিরিক্ত রাজস্ব আয় বার্ষিক প্রায় ৫০ কোটি টাকা প্রবৃদ্ধি আসবে। যদিও তখন এই প্রকল্পটি চলতি বছরের জুনের মধ্যে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কোম্পানিটি এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ এসে শুরু করতে সক্ষম হয়েছে।

জ/উ
দেশের বাজারে দাম কমেছে স্বর্ণের

দেশের বাজারে দাম কমেছে স্বর্ণের

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে ৫ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে
আজ থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

আজ থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা আট দিন বন্ধ থাকবেবাণিজ্য
আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দিতে আগ্রহ প্রকাশ
দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft