আজ থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা আট দিন বন্ধ থাকবেবাণিজ্য কেন্দ্র খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। তবে ওই সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন।

আজ শনিবার থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।

স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ব্যবসায়িক সংগঠনের নেতারা বিশেষ সভা করেন। সভায় সর্বসম্মতিক্রমে টানা ৮ দিন এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের সব ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হয় এবং একটি কপি বুড়িমারী স্থলবন্দর কার্যালয়ের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘স্থলবন্দরের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।’

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে চিঠি দিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই ধরনের চিঠি দিয়েছে। তবে সরকারি ছুটির দিন ছাড়া শুল্ক দপ্তরের কার্যক্রম সচল থাকবে।’

জ/উ
আখতারের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় এনসিপির বিক্ষোভ মিছিল

আখতারের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় এনসিপির বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায়
গাইবান্ধা কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার ফুলছড়ি
আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ

আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণ নগড় এলাকার মির্জা রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ
রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft