বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার, সমাবেশে ৩৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম

থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ু কারুরের দুর্ঘটনায় আরও আহত হয়েছেন শতাধিক। এ ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার আশঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতি নজরে রেখেছে। প্রশাসনের শঙ্কা, হতাহতদের পরিবারের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই তার বাড়ির নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে।

এদিকে নিহতদের স্মরণ করে বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার হৃদয় বিদীর্ণ। শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’র সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বহু রাজনীতিক শোক জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি।

জ/দি
নায়িকা নয়, অন্য পরিচয়ে ফিরছেন পপি

নায়িকা নয়, অন্য পরিচয়ে ফিরছেন পপি

অনেক দিন ধরেই অভিনয়ে পপি। আমঝে আড়ালে চলে যান। স্বামী সন্তানজনিত সংবাদ এবং মায়ের সঙ্গে
বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নাকি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। প্রেম আর ব্যক্তিগত জীবন নিয়ে
প্রথমবার টিভি পর্দায় ড. মিথিলা, জানাবেন কখনও যা বলেননি

প্রথমবার টিভি পর্দায় ড. মিথিলা, জানাবেন কখনও যা বলেননি

পিএইচডি ডিগ্রি লাভের পর প্রথমবার ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ-রানী

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ-রানী

অপেক্ষার পালা শেষ করে ক্যারিয়ারের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্পর্শ করলেন বলিউডের দুই জাঁদরেল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft