ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩০) নিহত হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আলাউদ্দিন শেখ (২৫) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১২  সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন শেখের মৃত্যু হয়। এর আগে সকালে পারিবারিক কলহের জেরে সালাউদ্দিন শেখকে কোপানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে বড় ভাই সালাউদ্দিনের পেট কেটে ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের মৃত্যু হয়। সর্বশেষ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আশপাশের শতশত লোকজন ও বাড়িতে ভিড় জমায়।

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত দশটার দিকে মারা যায়।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আলাউদ্দিন শেখ পালিয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর
কুড়িলে শ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ

কুড়িলে শ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। কয়েকদিন আগেও তারা
বেতন পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

বেতন পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি সুতা তৈরি
শিবালয় থানা ওসি বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

শিবালয় থানা ওসি বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর   ভাঙ্গা   অভিযুক্ত   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft