মো. মাসুদ রানা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশায় দীর্ঘ ৪০ বছর পর আবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর তিনটা থেকে আয়োজিত এ প্রতিযোগিতায় চলনবিলের চারপাশ থেকে লাখো মানুষের ঢল নামে।
প্রতিযোগিতায় সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও ফরিদপুর থেকে আসা ৬২ থেকে ৯২ হাত লম্বা শক্তিশালী নৌকাগুলো অংশ নেয়।
দর্শকদের উল্লাসে মুখর এ নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করেন নিউ একতা এক্সপ্রেস বাড়াবাড়ির লিটন মাঝির দল পুরস্কার হিসেবে পেয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলার বাঘ এক্সপ্রেস শাহজাদপুর আবু বক্কারের দল একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকার করে আল- মদিনা এক্সপ্রেস শাহজাদপুরের সাইদুর রহমানের দল পেয়েছে এলইডি টিভি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (উপসচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান। সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
এছাড়া গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রকৌশলী মিলন মিয়া, পিআইও আমিনুর রশীদসহ উপজেলার সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, চলনবিলে এ নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর এ আয়োজনকে ঘিরে মানুষের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতো সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি হয়েছে।ডিসি আসমা শাহীন ও ইউএনও ফাহমিদা আফরোজের ব্যাপক প্রশংসা করেন এলাকার গণ্যমান্য ও সুধীজনেরা।